ঢাকা   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল, আজ থেকে কার্যকর

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১ জুলাই ২০২৫

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমল, আজ থেকে কার্যকর

নতুন ঘোষিত হারে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কম হবে।

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই কার্যকর হচ্ছে। 

এর আগের দিন, সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন হার নির্ধারিত হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

নতুন নিয়মে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কম হবে। 

পরিবার সঞ্চয়পত্রে আগে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ, যা এখন ১১ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ, নতুন হারে তা কমে ১১ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এই হার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। 

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রেও মুনাফার হার কমেছে। এখানে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে আগে মুনাফা পাওয়া যেত ১২ দশমিক ৪০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৮৩ শতাংশ হয়েছে। বিনিয়োগ সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে সেক্ষেত্রে মুনাফার হার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮০ শতাংশ হবে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও মুনাফা কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে যেখানে আগে মুনাফা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ, তা এখন কমে হয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে এ হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৭৭ শতাংশ করা হয়েছে। 

একইভাবে কমেছে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের মুনাফাও। তিন বছর মেয়াদ শেষে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে আগে মুনাফা পাওয়া যেত ১২ দশমিক ৩০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৮২ শতাংশ হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৭৭ শতাংশে নেমেছে।