ঢাকা   বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানের পরিকল্পনা পর্যবেক্ষণে জামায়াত: শফিকুর রহমান

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:১৪, ২৫ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

তারেক রহমানের পরিকল্পনা পর্যবেক্ষণে জামায়াত: শফিকুর রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, দীর্ঘ ১৭ বছর পর একজন রাজনৈতিক নেতা সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন—এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান কী ধরনের ভূমিকা পালন করবেন এবং ঐক্যের প্রশ্নে তার অবস্থান কী হবে, সে বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করবে জামায়াত।

তিনি আরও বলেন, তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনা কী, কীভাবে তা বাস্তবায়ন করবেন এবং দেশ পরিচালনায় তার দৃষ্টিভঙ্গি কী হবে—এসবের ওপরই ভবিষ্যৎ রাজনীতিতে তার অবস্থান নির্ভর করবে। একই মত প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখলেও বলেন, বাস্তবে তিনি কী ভূমিকা রাখেন, তার ওপরই জাতীয় রাজনীতিতে তার অবস্থান নির্ধারিত হবে।


 

সর্বশেষ