বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যেখানে নারী, পুরুষ ও শিশুসহ সবাই ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। এরপর ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের অধিকার পুনরুদ্ধার করে। তবে ষড়যন্ত্র থেমে থাকেনি বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, নারী-পুরুষ ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। তিনি আরও বলেন, আজ দেশের মানুষ কথা বলার অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। জনগণ তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার চায়। পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য—যে বাংলাদেশে একজন মা নিশ্চিন্তে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবেন।
























