বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতা ও আদর্শ অনুসরণ করেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই—যে স্বপ্ন একজন মা দেখেন। যেখানে একজন মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবেন।
তারেক রহমান আরও বলেন, দেশের মানুষ শান্তি চায়, ন্যায়বিচার চায় এবং নিজেদের অধিকার ফিরে পেতে চায়। সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
এদিন দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনাস্থলে যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট সড়ক পর্যন্ত জনস্রোতে পরিণত হয় পুরো এলাকা। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংবর্ধনা মঞ্চ। বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি সেখানে পৌঁছালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
























