
জাতীয় নির্বাচন আগে, এরপরই স্থানীয় নির্বাচন—এমন অবস্থান জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট (এনপিপি)। আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক সংলাপে জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, “নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচন আয়োজন করবে, তার আগে নয়।”
ফরহাদ জানান, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ দফার মধ্যে ১১২টিতে এনপিপি একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮ দফায় আংশিক একমত। তিনি বলেন, “একসঙ্গে জাতীয় ও স্থানীয় নির্বাচন বাংলাদেশে সম্ভব নয়, নির্বাচন কমিশন নিজেই সেটি বলেছে।”
সংলাপে এনপিপি অন্তর্বর্তী সরকারের মানবিক করিডর পরিকল্পনা নিয়েও অসন্তোষ প্রকাশ করে। তাদের দাবি, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনও আলোচনা হয়নি।
ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, “বিদেশি কোনো চুক্তি করতে হলে তা নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে হবে। অনির্বাচিত সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত গ্রহণ করা গণতান্ত্রিক নয়।”
তিনি বিচার বিভাগের প্রধান নিয়োগে বয়সভিত্তিক জ্যেষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্তের পক্ষে মত দেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়িয়ে তিন থেকে চার মাস করার পরামর্শ দেন তিনি।
সংলাপের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর উচিত জাতীয় স্বার্থে কিছু ছাড় দেওয়া। আমরা একসঙ্গে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এগোতে চাই।”
এই সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামা।