ঢাকা   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আ. লীগ নিষিদ্ধের দাবি জানালেন নাহিদ ইসলাম, বললেন ‘এটি রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন’

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৪, ২ মে ২০২৫

আ. লীগ নিষিদ্ধের দাবি জানালেন নাহিদ ইসলাম, বললেন ‘এটি রাজনৈতিক দল নয়, ফ্যাসিস্ট সংগঠন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং বিচার চলাকালীন দলটির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক সমাবেশে এই দাবি তোলেন তিনি।

নাহিদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের ৯ মাস পরও আমাদের আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা।” তিনি দাবি করেন, আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা এবং নিরাপদ সড়ক, কোটা সংস্কার ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হামলার মাধ্যমে গণতন্ত্র ও মানবাধিকারে চরম আঘাত হেনেছে।

তাঁর ভাষায়, “আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন।” এ সময় তিনি দলের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার আইন প্রণয়নের দাবি জানান। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতারা জামিনে মুক্তি পেয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং অন্য দলগুলো তাদের পুনর্বাসন করছে।

নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করে নাহিদ বলেন, “আওয়ামী লীগের নেতাদের অযোগ্য ঘোষণা করতে ইসি প্রস্তুত নয়, বরং তারা কার পার্সনাল সার্ভ করছে?” তিনি জাতিসংঘের বরাত দিয়ে দাবি করেন, “শেখ হাসিনার নির্দেশে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু কিছু সাংবাদিক তাঁকে গণহত্যাকারী বলতে ভয় পান।”

তিনি বলেন, “আমরা বারবার জুলাই ঘোষণাপত্রের কথা বললেও তা এখনও আসেনি ষড়যন্ত্রের কারণে। তবে স্পষ্ট করে বলছি, নতুন সংবিধান দরকার, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তা প্রণয়ন করতে হবে এবং শহীদদের মর্যাদা দিতে হবে।”

নাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “জুলাই আন্দোলনে জনগণ আমাদের পাশে ছিল, আগামীতেও থাকবে। এনসিপি দ্রুতই ঘরে ঘরে পৌঁছাবে নতুন আহ্বান নিয়ে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির শীর্ষ নেতারা, যাঁদের মধ্যে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সামান্তা শারমিন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারিকুল ইসলাম, তাজনূভা জাবীন, মাহাদী, আতিক মুজাহিদ, হুমায়রা নূর, মাহিন সরকার, তাহসীন রিয়াজ, রফিকুল ইসলাম আইনী, আলী নাছের খান, মোস্তাক আহমেদ শিশির, সাইফুল্লাহ হায়দার, মোহাম্মদ আতাউল্লাহ এবং শহীদ খালেদ সাইফুল্লাহর পিতা কামরুল হাসান।