
চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আগামী মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ তথ্য রোববার সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সোমবার লন্ডন থেকে রওনা হয়ে মঙ্গলবার দেশে ফিরবেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি দেশে ফিরছেন। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনে গিয়েছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নেত্রীকে স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “চার মাস পর খালেদা জিয়া দেশে ফিরছেন, এটা আমাদের জন্য আবেগের বিষয়। তাই সারা দেশের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। তবে যানজট সৃষ্টি না করে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হবে। এক হাতে জাতীয় পতাকা, অন্য হাতে দলীয় পতাকা থাকবে কর্মীদের হাতে।”
এদিকে প্রথমে বলা হয়েছিল, খালেদা জিয়া রোববার সন্ধ্যায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে রওনা হবেন, সঙ্গে থাকবেন তাঁর দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। তবে পরে সময়সূচি পরিবর্তন করে বিএনপির মিডিয়া উইং জানায়, তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে পৌঁছাবেন।
এই প্রত্যাবর্তনকে ঘিরে দলের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। শৃঙ্খলা বজায় রেখে ঢাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা গেছে।