ঢাকা   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘মব জাস্টিস গ্রহণযোগ্য নয়’ — স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

‘মব জাস্টিস গ্রহণযোগ্য নয়’ — স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গলায় মালা পরিয়ে দেওয়ার মতো অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কৃষিজমি দখল প্রসঙ্গে তিনি বলেন, কৃষিজমি সুরক্ষায় নতুন আইন প্রণয়ন করা হচ্ছে, যাতে দেশে কৃষিজমি দখল না হয় এবং দেশি ফল চাষে সবাইকে উৎসাহিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন, যেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার এবং জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।