ঢাকা   মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

এআইয়ের অপব্যবহার রুখতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৩৮, ২১ অক্টোবর ২০২৫

এআইয়ের অপব্যবহার রুখতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপচর্চা এখন বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয়ভাবে একটি বিশেষ সেল গঠন করতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এআই বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন, এছাড়া চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দীন বলেন, “নির্বাচনের সময় ভুল তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জরুরি। এজন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেব।”

সভাপতির বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “এআই যেমন আমাদের উন্নয়নে ভূমিকা রাখছে, তেমনি এটি সমাজের নানা ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও ফেলছে। তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”