বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স—এসএসএফ—তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা হাসপাতালে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি মিডিয়া সেল জানায়, ২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিট থেকে ভিভিআইপি প্রটোকল অনুযায়ী এসএসএফ সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তার শারীরিক অবস্থা, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজন হলে বিদেশে নেওয়ার প্রস্তুতি—এসব বিবেচনায় তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার নিরাপত্তা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং প্রয়োজন হলে তাকে দেশের বাইরে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং দেশবাসীর দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন—সবার দোয়ায় খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করবেন, ইনশাআল্লাহ।
























