ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

ঢাকা মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:১৫, ২১ জুন ২০২৫

ঢাকা মেডিকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে এ সিদ্ধান্ত জানায় কলেজ কর্তৃপক্ষ। আগামীকাল দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের অবশ্যই হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক কামরুল আলম জানান, ছাত্ররা হোস্টেল নির্মাণের দাবিতে আন্দোলন করছিলেন। এ সময় একটি পুরোনো ছাত্রাবাসকে বসবাসের অনুপযোগী ঘোষণা করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, কিন্তু নির্দেশনা সত্ত্বেও কয়েকজন ছাত্র সেখানে অবস্থান করে আসছিলেন।

অধ্যক্ষ আরও বলেন, প্রতি বছর নতুন ভর্তি হওয়া এমবিবিএস শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু এ বছর শিক্ষার্থীরা অনুষ্ঠানটি বর্জন করার ঘোষণা দেন। এ পরিস্থিতি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সবদিক বিবেচনা করেই শেষ পর্যন্ত কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।