ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

চলছে মেট্রোরেল, তবে সঙ্গে মাংস নয়—চামড়া, কাঁচা বা রান্না কিছুই নয় স্টেশনে!

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৪০, ৮ জুন ২০২৫

আপডেট: ১৩:৫৩, ৮ জুন ২০২৫

চলছে মেট্রোরেল, তবে সঙ্গে মাংস নয়—চামড়া, কাঁচা বা রান্না কিছুই নয় স্টেশনে!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিনের বিরতির পর আজ রোববার (৮ জুন) পুনরায় চলাচল শুরু করেছে রাজধানীর জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল। আজ সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই চলাচলে উৎসাহী রাজধানীবাসী ঈদের ছুটির আমেজে মেট্রোরেলে যাত্রা করছেন। তবে এবার মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি কড়াকড়ি নির্দেশনা—সঙ্গে চামড়া, কাঁচা মাংস বা রান্না করা মাংস বহন করা যাবে না।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদ উপলক্ষে যাত্রীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মাংসজাত দ্রব্য বা পশুর চামড়া সঙ্গে থাকলে তা দুর্গন্ধ ছড়াতে পারে, যা মেট্রোরেলের অভ্যন্তরীণ পরিবেশের জন্য অস্বস্তিকর হতে পারে।

এজন্য প্রতিটি মেট্রোস্টেশনের প্রবেশপথে যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করা হবে। যেকোনো যাত্রীর কাছে চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে, তাঁকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না—বলা হয়েছে ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আগামীকাল সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। ঈদের ছুটির মাঝে যারা কর্মস্থলে ফিরতে চান কিংবা শহরে ঘুরতে চান, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর হলেও কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলে যাত্রী পরিবহনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তাই ঈদের সময়েও যারা মেট্রোরেলে যাতায়াত করবেন, তাঁদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। রাজধানীর প্রাণবন্ত এই পরিবহনব্যবস্থা সচল রাখতে যাত্রীদের সচেতন ভূমিকা রাখাই কাম্য।