ঢাকা   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ধীর গতিতে চলবে এনআইডি সার্ভার, সম্পূর্ণ বন্ধ নয়: নির্বাচন কমিশন

জাতীয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৩০, ১৭ মে ২০২৫

আপডেট: ২১:৩২, ১৭ মে ২০২৫

সর্বশেষ

ধীর গতিতে চলবে এনআইডি সার্ভার, সম্পূর্ণ বন্ধ নয়: নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় ধীরগতি থাকলেও সার্ভার পুরোপুরি বন্ধ নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ মে) সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এনআইডি সার্ভারে ধীরগতি দেখা দিচ্ছে, যা চলবে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত। এরপর আবার পুরোদমে সেবা চালু হবে।

বর্তমানে এনআইডি সার্ভারে প্রায় ১২ কোটি ৩৭ লাখ ভোটারের তথ্য রয়েছে। এই তথ্য যাচাইয়ে কাজ করছে ১৮৬টি প্রতিষ্ঠান। তবে সার্ভারে ধীরগতি থাকায় এসব প্রতিষ্ঠানের তথ্য যাচাই কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে আরও প্রায় ৬৩ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগেও গত ১৩ মে, এনআইডি সার্ভারে ওটিপি না আসার সমস্যায় সারাদেশে এনআইডি সংক্রান্ত সেবা সাড়ে ৮ ঘণ্টা বন্ধ ছিল। সে অভিজ্ঞতা মাথায় রেখেই এবার আগেভাগেই ধীরগতির সতর্কতা দিয়েছে কমিশন, যেন নাগরিকরা বিভ্রান্ত না হন।


সার্ভার বন্ধ নয়, শুধু সাময়িক ধীরগতি—এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশন চায়, জনগণ যেন পূর্ব প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় কাজগুলো সাময়িক সময়ের জন্য স্থগিত রাখে।

সর্বশেষ