
ফরাসি লিগ আঁ-কে ঘিরে ‘কৃষক লিগ’ বলে দীর্ঘদিনের কটাক্ষ এবার কার্যত থামিয়ে দিয়েছে প্যারিস সাঁ জার্মাঁ (পিএসজি)। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে তারা—তাও ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি শক্তিশালী দলকে হারিয়ে।
অনেকেই মজা করে বলে থাকেন, লিগ আঁ মানেই ‘পিএসজি বনাম বাকি কৃষক দল’। কিন্তু বাস্তবতা এবার ভিন্ন। গ্রুপ পর্বে হোঁচট খেলেও জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানোর পর পিএসজি যেন নতুন রূপে জেগে ওঠে। এরপর একে একে বিদায় করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল, কোয়ার্টারে অ্যাস্টন ভিলা, আর সেমিফাইনালে আর্সেনালকে।
গতকাল রাতে সেমিফাইনালের ফিরতি লেগে পিএসজি ২-১ গোলে হারায় আর্সেনালকে। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে তারা পৌঁছে যায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ম্যাচশেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, “আমরা তো ‘কৃষক লিগ’! তাই না? তবু আমরা ফলটা উপভোগ করছি।”
এনরিকে আরও জানান, আর্সেনাল অসাধারণ খেলেছে, তবে দুই লেগ মিলিয়ে তারাই বেশি গোল করেছে, তাই ফাইনাল তাদের প্রাপ্য ছিল। তিনি মনে করেন, ম্যানসিটির বিপক্ষে জয়টাই ছিল তাদের টার্নিং পয়েন্ট।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগে ইতোমধ্যে লিগ আঁ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি, এবং ২৪ মে তারা খেলবে ফ্রেঞ্চ কাপের ফাইনালেও। অর্থাৎ এনরিকের সামনে আবারও ট্রেবল জয়ের সুযোগ, বার্সেলোনার পর এবার পিএসজিকে নিয়ে।
ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান, ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ মে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে, ‘কৃষক লিগ’ থেকে উঠে আসা দলটি কী এবার ইউরোপের রাজমুকুট ছিনিয়ে নিতে পারে?