ইডেন গার্ডেন যেন পরিণত হয়েছিল চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে। গ্যালারিজুড়ে হলুদ সমুদ্র, আর তাতেই আবেগঘন মুহূর্তে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে ধোনি বলেন, "এখনও অবসরের কথা ভাবিনি। আমার বয়স ৪৩। বছরজুড়ে মাত্র দুই মাস খেলা হয়। তাই শরীরের অবস্থার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। তবে সমর্থকদের এমন ভালোবাসা অতুলনীয়।”
চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। এই ম্যাচ ছিল তাদের তৃতীয় জয়। যদিও ধোনি এর আগেই জানিয়েছিলেন, দলটি পরবর্তী মৌসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে।
কলকাতার বিপক্ষে ম্যাচে ধোনি করেন ১৮ বলে ১৭ রান। তার ইনিংসে ছিল একটি ছক্কা, সেটিও শেষ ওভারে। ম্যাচে শিবম দুবেকে সাপোর্ট করে রান বাড়ানোর সুযোগ করে দেন তিনি, যার ফলে দুবে করেন ৪০ বলে ৪৫ রান। শেষ পর্যন্ত ম্যাচ জেতান সেই অভিজ্ঞ ধোনিই।
ম্যাচ শেষে ধোনি বলেন, “এই জয়টা জরুরি ছিল। আমাদের পক্ষে অনেক কিছু যায়নি এবার। ভুলগুলো খুঁজে বের করতে হবে, দল পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। যারা আছে, তাদের নিয়েই পরের সিজনের পরিকল্পনা করতে হবে।”
ধোনির এমন বক্তব্যে ভক্তদের মনে আবারও প্রশ্ন জেগেছে—এটাই কি তার শেষ আইপিএল?
























