
চট্টগ্রামে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নগরের দুই নম্বর গেট–অক্সিজেন সড়কের উড়ালসড়কের মুখে অবস্থান নেন তারা। এর ফলে অফিসগামী মানুষ এবং এসএসসি পরীক্ষার্থীরা তীব্র যানজটে আটকে পড়েন। যানজট ছড়িয়ে পড়ে বায়েজিদ বোস্তামী পর্যন্ত।
বিক্ষুব্ধ শ্রমিকদের একজন, রহিমা গার্মেন্টসের শ্রমিক রবিউল হোসেন জানান, “তিন মাস ধরে আমাদের বেতন বাকি। কর্তৃপক্ষ প্রতিবার আশ্বাস দিলেও টাকা দেয়নি। এমনকি গতকাল রাতে মালামাল গোপনে কারখানা থেকে সরিয়ে ফেলা হয়েছে—এটা জেনেই আমরা আতঙ্কে রাস্তায় নেমেছি।”
শ্রমিকদের এই বিক্ষোভে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অনেক শিক্ষার্থী এবং চাকরিজীবী বিপাকে পড়েন।
খুলশী থানার ডিউটি অফিসার নাইমুর রহমান জানান, “আমাদের দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে যাতে রাস্তা ছেড়ে দেন।”
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ আরও বেড়ে গেছে। কর্তৃপক্ষের নিরবতায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।