ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মাদকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন! তুরাগে নারীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:৫২, ৮ মে ২০২৫

মাদকের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে আগুন! তুরাগে নারীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ

ঢাকার তুরাগে মাদকসেবনের টাকা না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। বুধবার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে দিয়াবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। দগ্ধ রিজিয়া বেগম (৪৫) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা, এবং তার অবস্থা আশঙ্কাজনক।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, রিজিয়ার স্বামী আবু সাইদ একজন অটোরিকশাচালক হলেও নিয়মিত কাজে না গিয়ে স্ত্রীর কাছ থেকে গাঁজার টাকার জন্য চাপ দিতেন। ঘটনার দিনও তিনি টাকা দাবি করেন। কিছু টাকা দেওয়া হলেও বাকি টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আবু সাইদ প্রথমে স্ত্রীকে মারধর করেন, পরে তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দ্রুত আগুন নিভিয়ে রিজিয়াকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়রা দ্রুত আইনি পদক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।