ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হয়ে তিন ধরনের নতুন কার্ডসেবা চালু করেছে মার্কেন্টাইল ব্যাংক। রাজধানীর র্যাডিসন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্ডসেবাগুলো উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে চায়। এই লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গ্রাহকদের নগদ লেনদেন নিরুৎসাহিত করতে এবং কার্ড ব্যবহারে উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন কার্ডগুলোতে থাকছে ‘কন্ট্যাক্টলেস প্রযুক্তি’, দ্বৈত মুদ্রা ব্যবহারের সুযোগ এবং উন্নত নিরাপত্তাব্যবস্থা। মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকেরা এসব কার্ডের মাধ্যমে দেশ–বিদেশের মাস্টারকার্ড এটিএম থেকে টাকা তুলতে পারবেন, ভ্রমণ ও রেস্তোরাঁয় ছাড়সহ ৯ হাজারের বেশি আউটলেটে উপভোগ করবেন বিশেষ সুবিধা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ব্যাংকের এমডি মতিউল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, দেশের আর্থিক খাতে প্রযুক্তিনির্ভরতা বাড়ায় এমন সেবা সময়োপযোগী। মাস্টারকার্ড কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রবাসী আয়ের প্রায় এক-চতুর্থাংশ মাস্টারকার্ডের মাধ্যমে আসে এবং ভবিষ্যতে এ প্রবাহ আরও বাড়বে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে দেড় হাজার মাস্টারকার্ড ইস্যু করেছে মার্কেন্টাইল ব্যাংক এবং জুলাইয়ের মধ্যে ৫ হাজার কার্ড ইস্যুর লক্ষ্যমাত্রা রয়েছে। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, স্বচ্ছতা ও গ্রাহকসেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
























