ঢাকা   শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

ডিসেম্বরের ৯ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

অর্থ ও বাণিজ্য

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১১ ডিসেম্বর ২০২৫

ডিসেম্বরের ৯ দিনে দেশে এসেছে ১১৬ কোটি ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ৯ কার্যদিবসে দেশে এসেছে ১১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে প্রায় ১২ কোটি ৯০ লাখ ডলার দেশে প্রবাহিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (১০ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ডিসেম্বরের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই সময়কালে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

তিনি আরও জানান, “শুধু ৯ ডিসেম্বর একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহিত হয়েছে ১ হাজার ৪২০ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।”

বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।