
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন—বলিউডের পর্দা কাঁপানো এই জুটির বন্ধন বরাবরই হৃদয়ছোঁয়া। ‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু, এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ থেকে শুরু করে ‘জওয়ান’-এর অতিথি চরিত্রেও দীপিকার উপস্থিতি নজর কাড়ে। শুধু পর্দায় নয়, বাস্তবেও একে অন্যকে দারুণভাবে সম্মান ও ভালোবাসায় ভাসিয়ে দেন তারা। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে তাদের একসঙ্গে পাওয়া যায় মঞ্চে। সেখানেই দীপিকার মাতৃত্ব নিয়ে আবেগঘন মন্তব্য করেন কিং খান।
শাহরুখ বলেন, “আমি জানি না এটা বলা ঠিক হবে কি না, যদি সীমা লঙ্ঘন হয় তবে মাফ করবেন। সে (দীপিকা) এখন দুয়ার মা। আমার দৃঢ় বিশ্বাস, দীপিকা একদিন সেরা মা হবেন।” দীপিকার নতুন পরিচয়—মা হিসেবে—এই মন্তব্যে যেন উজ্জ্বল হয়ে ওঠে মঞ্চ।
গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তান দুয়ার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকেই মাতৃত্বকালীন বিরতিতে ছিলেন এই অভিনেত্রী। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি শিগগিরই ফিরছেন ক্যামেরার সামনে। আবারও শাহরুখের সঙ্গেই! আসছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘দ্য কিং’, যেখানে থাকছেন দীপিকা, শাহরুখের কন্যা সুহানা খান এবং অভিষেক বচ্চনও।
বলিউডে যেমন দীপিকা দুর্দান্ত অভিনেত্রী, তেমনি বাস্তব জীবনে একজন দারুণ মা হিসেবেও নিজেকে প্রমাণ করবেন—এমনই প্রত্যাশা শাহরুখ খানের কণ্ঠে যেন ভেসে এল আরও এক নতুন গল্প।