
আগস্টে নির্ধারিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা এখন অনিশ্চয়তায় পড়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও কিছু বিতর্কিত মন্তব্যের কারণে সফরটি স্থগিত বা বাতিল হয়ে যেতে পারে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন উচ্চপদস্থ কর্মকর্তার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই পোস্টে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপর দখলের প্রস্তাবসহ চীনের সঙ্গে যৌথ সামরিক উদ্যোগ গঠনের আহ্বান জানানো হয়। বিষয়টি ভারতের পক্ষ থেকে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির দায়ভার অস্বীকার করে জানায়, ওই মন্তব্য একান্তই ফজলুর রহমানের ব্যক্তিগত মতামত, যা বাংলাদেশের সরকারি অবস্থানকে প্রতিফলিত করে না। একইসঙ্গে সরকার সকল দেশের সার্বভৌমত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়।
যদিও সফরটি আইসিসি অনুমোদিত ভবিষ্যৎ সফরসূচিতে রয়েছে, তারপরও এই কূটনৈতিক ছায়া সফরটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, ক্রিকেটীয় সফর বাতিলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে সবকিছু পর্যবেক্ষণে রয়েছে বলে একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে।
সুতরাং কূটনৈতিক পরিবেশ স্বাভাবিক না হলে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আপাতত ঝুলে যেতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।