ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

“রিলসের পেছনে বাস্তবতা হারানো—হৃদয় ছুঁয়েছে ‘হ্যালো গায়েজ’”

বিনোদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৮, ৩০ এপ্রিল ২০২৫

“রিলসের পেছনে বাস্তবতা হারানো—হৃদয় ছুঁয়েছে ‘হ্যালো গায়েজ’”

বর্তমান সময়ের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত নাটক ‘হ্যালো গায়েজ’ ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় অবস্থানে রয়েছে। নাটকটি ইতিমধ্যে ৫৬ লাখের বেশি দর্শক দেখে ফেলেছেন এবং মন্তব্যের ঘরে জমা পড়েছে প্রায় সাত হাজার দর্শকের প্রশংসা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এটা এখনকার বাস্তব ছবি’, ‘আমাদের জীবনের গল্প’—এমন অসংখ্য মন্তব্যে বোঝা যায় নাটকটি দর্শকের হৃদয় ছুঁয়েছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে এক কনটেন্ট ক্রিয়েটর পরিবারকে কেন্দ্র করে, যারা জীবনের প্রতিটি মুহূর্ত ভিডিও করে ভাগ করে নেয় অনলাইনে। কিন্তু চাকচিক্যময় এই অনলাইন জীবনের পেছনে চাপা পড়ে থাকা বাস্তব সংকটগুলোর দিকে কেউ নজর দেয় না। নাটকে দেখানো হয়েছে কীভাবে এই পরিবার আস্তে আস্তে অনুধাবন করে—রিলসের পেছনে ছুটতে গিয়ে তারা হারিয়ে ফেলেছে জীবনের আসল সুখ, সম্পর্কের উষ্ণতা এবং বাস্তবতার সৌন্দর্য।

নাটকে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল মূল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন আরফান মৃধা শিবলু, আমানুল হক হেলাল, জয়নাল জ্যাকসহ আরও অনেকে। নাটকটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মহিদুল মহিম।

নির্মাতা বলেন, “চাইলেই এখনকার তরুণদের চিন্তাভাবনা, স্বপ্ন আর দৌড়ঝাঁপের পেছনে লুকানো চাপগুলো তুলে ধরা যায়। রিলস থেকে আয় করার স্বপ্ন অনেককেই বাস্তব জীবন থেকে সরিয়ে নিচ্ছে। আমি সেই চিত্রটাই হাস্যরসের ভেতর দিয়ে দেখাতে চেয়েছি।”

নাটকটি দেখা যাচ্ছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিডি চয়েজ-এ।