ঢাকা   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

‘রুবেল মারা যাননি’—গুজব ছড়ালে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি সোহেল রানার

‘রুবেল মারা যাননি’—গুজব ছড়ালে কঠিন ব্যবস্থা, হুঁশিয়ারি সোহেল রানার

চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ঘিরে ক্ষোভে ফুঁসছেন তার বড় ভাই, জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সোহেল রানা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেলকে নিয়ে একের পর এক ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। ফেক আইডি থেকে ছড়ানো এসব গুজবে কেউ কেউ বিশ্বাসও করছেন, যা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

এক ফেসবুক পোস্টে দুই ভাইয়ের একটি স্থিরচিত্র শেয়ার করে সোহেল রানা স্পষ্ট করে বলেন, “আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচার করলে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি গুজব ছড়ানোকারীদের হুঁশিয়ার করে লেখেন, “সংযত হও। এবার ছাড় দেওয়া হবে না।”

এটি প্রথমবার নয়, এর আগেও কয়েকবার রুবেলের মৃত্যু নিয়ে গুজব ছড়ায় কিছু অসাধু চক্র। রুবেল নিজেও কয়েকবার গণমাধ্যমে এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। বর্তমানে তিনি অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সুস্থ রয়েছেন। সর্বশেষ তাকে রায়হান রাফির পরিচালনায় ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে।

অন্যদিকে সোহেল রানা নিজেও অনেকদিন ধরে অভিনয় ও রাজনীতি থেকে দূরে। সম্প্রতি তিনি অভিনয় ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। তবে তার নাম বাংলা চলচ্চিত্রে চিরকাল স্মরণীয়, বিশেষ করে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ এবং দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে।

গুজবের এই যুগে তারকাদের প্রতি সম্মান রেখে যাচাই না করে কোনো খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সোহেল রানা।