ঢাকা   শনিবার ০৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

“নালিতাবাড়ীতে রহস্যজনকভাবে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার”

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৫৬, ২ মে ২০২৫

“নালিতাবাড়ীতে রহস্যজনকভাবে ১১ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার”

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা কডারমোড় গ্রামে ১১ বছর বয়সী রোমানা আক্তার নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) সকালে নিজ বাড়ির ঘরের আড়ায় রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

রোমানা ওই গ্রামের জুলহাস আলীর মেয়ে। তার মা ঢাকায় থাকেন দুই বোনসহ। ঘটনার সময় তার বাবা মাঠে ধান কাটায় ব্যস্ত ছিলেন, আর রোমানা একা বাড়ির আঙিনায় খেলছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে খুঁজতে থাকেন তার চাচী হাজেরা বেগম। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি দেখতে পান, রোমানা ঝুলে আছে। পরে দরজা ভেঙে উদ্ধার করা হয় তার নিথর দেহ।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শেরপুর জেলা হাসপাতাল মর্গে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোমানার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এমন বয়সে আত্মহত্যার পেছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।