
নেত্রকোণার কেন্দুয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন ভাইয়ের তিনটি বসতঘর। শুক্রবার (২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মোজাফফরপুর ইউনিয়নের সৌপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আবু হেলাল, আবু হাসেম ও আবু সাঈদের মালিকানাধীন তিনটি ঘরের মধ্যে একটি ছিল পাকা, একটি আধাপাকা এবং অপরটি টিনের তৈরি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিনটি ঘরেই। মুহূর্তেই ঘরে থাকা আসবাবপত্র, কাগজপত্র, নগদ টাকা, ধান-চালসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ঘরের সদস্যরা কোনো কিছু বের করার সুযোগ না পেয়ে পরনের কাপড় নিয়েই ঘর ছেড়ে বের হতে বাধ্য হন।
স্থানীয় ইউপি সদস্য পারভিন আক্তার জানান, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসীর ঘণ্টাব্যাপী চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আশপাশে পানির সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে বেশি।
ফায়ার সার্ভিসের কেন্দুয়া ইউনিটের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল হাসান জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরগুলো পুরোপুরি পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সবকিছু হারিয়ে যাওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।