ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ব্যস্ত রাস্তায় অভিনেত্রীর কাণ্ড

ব্যস্ত রাস্তায় অভিনেত্রীর কাণ্ড

হলিউড অভিনেত্রী আমান্ডা বাইন্স বিবস্ত্র হয়ে ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, রোববার (১৯ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে হাঁটতে দেখি আমান্ডা বাইন্সকে। এ সময় তার পরনে কোনো কাপড় ছিল না।

ওই সময়ে একটি গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলেন, তিনি মানসিক হাসপাতাল থেকে আসছেন। এরপর পুলিশ ডাকা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্র জানায়, নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয় আমান্ডাকে।

সেখানে একটি মেডিক্যাল টিম পরীক্ষা করে জানান, তাকে মানসিক হাসপাতালে রাখতে হবে। আমান্ডার ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, আমার সঙ্গে আমান্ডার কথা হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে আরো কয়েক দিন তাকে থাকতে হবে।

আমান্ডা বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত। এর আগে এক প্রতিবেশীর ড্রাইভওয়েতে আগুন লাগিয়েছিলেন, নিজের কুকুরকে আগুনে ফেলে দিয়েছিলেন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার বিজনেস24.কম