ঢাকা   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না

‘আমার মা মারা গেছে, গ্রেপ্তার করবেন না

কক্সবাজারে পুলিশের গ্রেপ্তার অভিযান থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেন খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক ওরফে বাবুল (৪২)। পুলিশ তাঁকে ঘিরে ধরলে তিনি পুকুর থেকেই হাতজোড় করে অনুনয় জানাতে থাকেন—“আমার মা মারা গেছেন, আমাকে গ্রেপ্তার করবেন না, ছেড়ে দিন।” তবে তাঁর সেই আকুতি আমলে না নিয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাঁকে তুলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে কাওয়ার পাড়ায় এই নাটকীয় ঘটনা ঘটে।

আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত জুলাইয়ে কক্সবাজারে ‘বৈষম্যবিরোধী ছাত্র মিছিল’-এ হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, অভিযানে গেলে ইউপি সদস্য পুলিশ দেখে দৌড় দেন এবং পরে পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, আবু বক্করের মা গত ৮ মে মারা যান এবং পরদিন মঙ্গলবার তাঁর কুলখানি হওয়ার কথা। সে কারণেই তিনি পুলিশকে একদিন সময় দেওয়ার অনুরোধ করেছিলেন। এই অনুরোধের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে।

ওসি জানান, বর্তমানে ইউপি সদস্য থানা হেফাজতে রয়েছেন এবং আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।