ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দুর্ঘটনায় আহত তটিনী, এখনো সুস্থ নন

দুর্ঘটনায় আহত তটিনী, এখনো সুস্থ নন

চট্টগ্রামে নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ‘মন মঞ্জিলে’ নাটকের দৃশ্যধারণের সময় শুটিং ইউনিটের একটি ভারী লাইটস্ট্যান্ড পড়ে যায় তাঁর মাথার ওপর, ফলে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পরপরই তটিনীকে দ্রুত নেওয়া হয় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে হোটেলে ফিরলেও শারীরিক দুর্বলতা কাটেনি এখনো।

আজ সোমবার সকালে ঢাকায় ফিরেছেন তটিনী। গণমাধ্যমে তিনি বলেন, “আল্লাহর রহমতে কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই দুর্বল লাগছে। দু-এক দিন একটু কষ্ট হবে, ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব।”

অসুস্থতার কারণে তাঁর শুটিং অংশ আপাতত প্যাকআপ করে দেওয়া হয়েছে। চিকিৎসক তাঁকে কয়েকদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সহশিল্পী তৌসিফ মাহবুব জানান, “তটিনী এখন একেবারেই শুটিং উপযোগী অবস্থায় নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা তাঁকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তাঁর সুস্থতার পর বাকি অংশ ঢাকাতেই ধারণ করব।”

এদিকে টিমের অন্য সদস্যরা—including তৌসিফ মাহবুব—চট্টগ্রামে অবস্থান করছেন নাটকের কিছু অ্যাকশন দৃশ্য শেষ করার জন্য। আজ রাতেই তারা ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের লেডিস ক্লাবসংলগ্ন একটি বাংলোতে। তটিনীর ওপর যে লাইটস্ট্যান্ডটি পড়ে, সেটি বেশ ভারী ছিল বলে জানা গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর শুটিং ইউনিটে দেখা দেয় উদ্বেগ ও তৎপরতা।

দর্শক-ভক্তরা তটিনীর দ্রুত আরোগ্য কামনায় সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।