
চলচ্চিত্র শিল্পী সমিতি এখন যেন শুধু নামে টিকে আছে—এমনই ব্যথিত অভিব্যক্তি তুলে ধরেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। সোমবার নিজের ফেসবুকে সংক্ষেপে লিখলেন, “শিল্পী সমিতি আছে, কিন্তু শিল্পী নাই।” পোস্টটি মুহূর্তেই সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সহকর্মী ওমর সানী মন্তব্য করেন, “একদম সত্যি, ভালো বলেছিস।”
অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় অভিনয় করা এই অভিনেতা জানান, এটি কোনো তাৎক্ষণিক ক্ষোভ নয়, বরং দীর্ঘদিনের উপলব্ধি। তাঁর মতে, এফডিসিতে কাজ নেই, সিনেমার ফ্লোরগুলো ফাঁকা, পরিচালকেরা ছবি বানাচ্ছেন না। শিল্পীদের ব্যস্ততা নেই বলেই তারা আর সমিতিতে এসে আড্ডা দেন না। আগে শুটিংয়ের ফাঁকে এক কাপ চা নিয়ে সমিতিতে দেখা করতেন একে অপরের সঙ্গে, চলত হাসাহাসি আর গল্প। আজ সেই চিত্র নেই বললেই চলে।
তিনি বলেন, “আগে রাজ্জাক, মান্না, কাঞ্চন, মাহমুদ কলির মতো ব্যক্তিত্বেরা নেতৃত্বে ছিলেন, তখন শিল্পীরা সমিতিমুখী হতেন। এখন যাঁরা নেতৃত্বে আছেন, তারা মাসের পর মাস দেশের বাইরেই থাকেন। এভাবে কোনো সংগঠন চলতে পারে না।”
বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজলের অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নেতৃত্বের অভাব এবং দলীয়করণও সমিতিকে অচল করে ফেলেছে। বিভাজনের রাজনীতি শিল্পীদের একত্রিত হতে দিচ্ছে না।”
আজ যখন ঢালিউড সংকটে, তখন শিল্পী সমিতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা নিছক এক ব্যক্তির হতাশা নয়—এ যেন চলচ্চিত্র অঙ্গনেরই নিঃশব্দ আর্তনাদ।