ঢাকা   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বৃষ্টিভেজা পথে তাহসান-রোজার ভালোবাসা

বৃষ্টিভেজা পথে তাহসান-রোজার ভালোবাসা

সব সময় ব্যক্তিজীবনে নীরব থাকা তাহসান খান আবারও খবরে এলেন এক হৃদয়ছোঁয়া মুহূর্ত দিয়ে। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে নিউইয়র্কের রাস্তায় বৃষ্টিভেজা এক আবেগঘন দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হালকা বৃষ্টির মধ্যে তাহসান কখনো স্ত্রীর কাঁধে হাত রেখে, কখনো তাঁর হাত ধরে হেঁটে চলেছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে সুরেলা গান, আর তাহসানের গুনগুনে কণ্ঠে মিলছে ভালোবাসার ছোঁয়া। এই দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে, অনেকে মন্তব্য করেছেন—"ভালোবাসা এমনই হোক।"

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাহসান। একদিকে গানের কাজ, অন্যদিকে স্ত্রী রোজা ব্যস্ত রূপসজ্জাবিষয়ক কনটেন্ট নির্মাণে। তবে কাজের ফাঁকে তারা একসঙ্গে সময় কাটাতে ভুলছেন না। এর আগেও তাঁরা একটি জলপ্রপাত ঘুরে আসেন, যার ছবিগুলোও ভাইরাল হয়।

২০২৩ সালের ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও রোজা। বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন মালদ্বীপে, যেখানে তোলা মুহূর্তগুলোও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে।

সম্প্রতি নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত এক কনসার্টে ‘প্রেম তুমি’ দিয়ে শুরু করে ‘আলো’ পর্যন্ত একে একে গেয়ে মুগ্ধ করেন তাহসান। গানপ্রিয় প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে মুখরিত ছিল মিলনায়তন, বিশেষ করে তরুণ শ্রোতাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এই সফরে যেমন শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন তাহসান, তেমনি স্ত্রীর সঙ্গে ভাগ করা নিঃশব্দ, শান্ত মুহূর্তগুলো যেন তাঁকে করেছে আরও পরিপূর্ণ। কাজ আর ভালোবাসা—দুটোই এখন তাঁর জীবনের কেন্দ্রবিন্দু।