ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কুবি শিক্ষকের প্রশ্নফাঁসের অভিযোগে উচ্চতর তদন্ত কমিটি গঠন

কুবি শিক্ষকের প্রশ্নফাঁসের অভিযোগে উচ্চতর তদন্ত কমিটি গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলামের বিরুদ্ধে প্রশ্নফাঁস ও উত্তরপত্র ফাঁসের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এবার গঠিত হয়েছে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এবং ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, যিনি কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৮ এপ্রিল ১০৩তম সিন্ডিকেট সভায় এ কমিটি গঠন করা হয়। তদন্ত প্রক্রিয়া বিলম্বিত না করতে এবং ডকুমেন্টস নষ্ট হওয়ার আগেই দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটির প্রতি আহ্বান জানানো হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক সোলায়মান বলেন, এখনো অফিসিয়াল চিঠি হাতে পাননি। তবে চিঠি পেলেই দ্রুত সভা করে তদন্তকাজ শুরু করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে একটি বেনামি ইমেইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাংবাদিকদের কাছে পাঠানো চিঠিতে দাবি করা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব কোর্সের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই ১৩ মার্চ পরীক্ষা স্থগিত করা হয় এবং অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এখন উচ্চতর তদন্তের মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে যাচাই করা হবে।