ঢাকা   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাত কলেজ নিয়ে ইউজিসিকে ঢাবির সাত দফা

শিক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:০৫, ১ মে ২০২৫

সর্বশেষ

সাত কলেজ নিয়ে ইউজিসিকে ঢাবির সাত দফা

রাজধানীর সাত সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ইউজিসিকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিসহ প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে—তা স্পষ্ট করে সাতটি করণীয় তুলে ধরা হয়েছে চিঠিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ ইউজিসির চেয়ারম্যানের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয় গঠিত না হওয়া পর্যন্ত সাত কলেজ ইউজিসির প্রস্তাবিত একটি সমন্বিত তত্ত্বাবধানে চলবে। ভর্তির যাবতীয় কার্যক্রমও এই কাঠামোর অধীনেই পরিচালিত হবে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সহযোগী ভূমিকা পালন করবে।

বিশ্ববিদ্যালয় জানায়, নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং সনদ দেওয়া হবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামেই। ভবিষ্যতে যাতে কোনো বিভ্রান্তি না হয়, সে জন্য আগেই শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, চলমান শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই চলবে। তবে শিক্ষার্থীদের যেন আর প্রশাসনিক ভবনে যেতে না হয়, সে জন্য নিজ নিজ কলেজে হেল্প ডেস্ক খোলা হবে।

ঢাবি আরও সুপারিশ করেছে, ইউজিসির প্রস্তাবিত ‘নজরদারি সংস্থা’ শব্দটির পরিবর্তে ‘তত্ত্বাবধানকারী সংস্থা’ ব্যবহার করা হোক। এ ছাড়া সাত কলেজের হিসাব ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ব্যাংক হিসাব খোলার বিষয়টিও চিঠিতে স্পষ্ট করা হয়েছে।

উল্লেখ্য, চলমান শিক্ষার্থী আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের শুরুতে এই সাত কলেজকে পৃথক করার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের জন্য একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)—গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে।

সর্বশেষ