ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

পাহাড়ধসের আতঙ্কে রাঙামাটি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন শতাধিক মানুষ

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০:৪২, ৩০ মে ২০২৫

পাহাড়ধসের আতঙ্কে রাঙামাটি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন শতাধিক মানুষ

টানা বৃষ্টিতে রাঙামাটিতে বেড়েছে পাহাড়ধসের ঝুঁকি। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ধস ও গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রে ছুটছেন ঝুঁকিতে থাকা পরিবারগুলো।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টির পর মধ্যরাতে নামে ভারী বর্ষণ। শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাঙামাটিতে ১৪০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুরের পর বৃষ্টিপাত আরও বাড়ায় পাহাড়ধসের আশঙ্কা বাড়ে শহর ও আশপাশের এলাকায়।

এপর্যন্ত শহরের ভেদভেদী, মুসলিমপাড়া, নতুনপাড়া, বিদ্যানগর, রূপনগর ও শিমুলতলীসহ একাধিক এলাকায় ধসের খবর পাওয়া গেছে। ধসে পড়া পাহাড়ের নিচে ৪-৫টি বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান ও মানিকছড়ি এলাকাতেও ধস ঘটেছে, তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা দ্রুত মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। পৌর এলাকায় খোলা হয়েছে ২৩টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে দুইটি আশ্রয়কেন্দ্রে ১৬টি পরিবারের প্রায় ৭০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের জন্য শুকনা খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, রাঙামাটির রোভার স্কাউটস, ফায়ার সার্ভিস এবং অন্যান্য স্বেচ্ছাসেবী দল পাহাড়ধস রোধে এবং দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।