রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার মোড়ে রোববার রাত সাড়ে সাতটার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত এতে কোনো হতাহত হয়নি। তবে বিস্ফোরণের স্থানের ব্যাপারে শুরু হয়েছে দ্বিধা—তেজগাঁও ও কলাবাগান থানার মধ্যে দুইপক্ষেরই ভিন্ন দাবি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেছে বিস্ফোরণ তেজগাঁও থানার এলাকায় হলেও, তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন দাবি করছেন, এটি কলাবাগান থানার অন্তর্গত। ফলে ঘটনার বাস্তব অবস্থান নিয়ে দুই থানার মধ্যে চলছে দায়িত্ব ঠেলাঠেলি।
পটভূমিতে উল্লেখযোগ্য, আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ওই কর্মসূচির প্রেক্ষিতে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
ঘটনার স্বভাব ও সময়ের সংযোগে রাজধানীবাসীর মধ্যে উদ্বেগের মাত্রা বেড়েছে, আর দুই থানার দায়িত্ববিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
























