
কৃষিজমি রক্ষায় শিগগিরই নতুন আইন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, সরকার এমন একটি আইনের কথা ভাবছে, যাতে নতুন করে আর কোনো ইটভাটা স্থাপন করা না যায় এবং কৃষিজমির অপব্যবহার রোধ করা যায়।
বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে বোরো ধান কাটার সময় নমুনা শস্য কর্তন কার্যক্রম উদ্বোধনের পর কৃষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় কৃষি উপদেষ্টা আরও বলেন, কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সেজন্য দেশের বিভিন্ন এলাকায় মিনি কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। আম, লিচু, কাঁঠাল ও টমেটোর মতো ফল সংরক্ষণে এসব স্টোরেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া লিচু রপ্তানির সুবিধার্থে আম পরিবহনের মতোই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি কৃষকদের সতর্ক করে বলেন, ধানের জমিতে যেন ফলের চাষ না করা হয়। তিনি বলেন, “আপনারা যত ধান উৎপাদন করবেন, সরকার তত বেশি ধান-চাল কিনবে। এমনকি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান সংগ্রহের চিন্তাভাবনা করা হচ্ছে।”
বরেন্দ্র অঞ্চলের কৃষকদের সহায়তায় সেচ খরচ কমিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপদেষ্টা। একই সঙ্গে খাদ্য বিভাগে কর্মরতদের দুর্নীতিও কমিয়ে আনার তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এই উদ্যোগের মাধ্যমে কৃষির টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই সরকার অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত বিশেষজ্ঞরা।