ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বদরগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮:২৫, ৭ মে ২০২৫

বদরগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা, পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

রংপুরের বদরগঞ্জে ঢেউটিন ব্যবসায়ী জাহিদুল ইসলাম তাঁর দোকানে সন্ত্রাসী হামলা, লুটপাট ও ছুরিকাঘাতের অভিযোগ তুলেছেন। এক মাস পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেছেন তিনি। বরং উল্টো তাঁকেই হত্যা মামলায় আসামি করা হয়েছে।

বুধবার (৭ মে) বিকেলে রংপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাহিদুল। তিনি জানান, বদরগঞ্জ শহীদ মিনার এলাকায় ২০১৯ সালে ইশতিয়াক আহমেদ বাবুর কাছ থেকে জামানতসহ দোকান ও গোডাউন ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। পর্যায়ক্রমে ইশতিয়াক ও তাঁর ভগ্নিপতি মনিরুজ্জামান মোট ৩২ লাখ ৩৪ হাজার টাকা নিলেও হঠাৎ করে তাঁকে ভাড়ার মেয়াদ শেষ হওয়ার আগেই দোকান ছাড়তে বলা হয়।

অস্বীকৃতি জানালে ইশতিয়াক ও মনিরুজ্জামান হুমকি দেন, এমনকি সালিস বৈঠকের পরও সমাধান হয়নি। এরপর গত ২ এপ্রিল ইশতিয়াক ও তাঁর লোকজন দোকানে এসে হুমকি দেয়। জাহিদুল বিষয়টি থানায় জানালে পুলিশ তাঁকে সঙ্গে নিয়ে দোকানে যায়। কিন্তু পুলিশ উপস্থিত থাকলেও বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে হামলা হয়। হুমায়ুন কবীরসহ সন্ত্রাসীরা দোকান ভাঙচুর করে প্রায় চার লাখ টাকা লুট করে এবং জাহিদুলের পায়ে ছুরিকাঘাত করে।

জাহিদুল বলেন, ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো মামলা হয়নি। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করলে আবারও হামলা হয় এবং সংঘর্ষ বাধে। তিনি অভিযোগ করেন, পুলিশ শুরুতেই ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না। কিন্তু এখন পুলিশ তাঁর ও স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধেই দুটি মামলা নিয়েছে, যার ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ব্যবসাও বন্ধ হয়ে গেছে।

থানার ওসির সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন জানান, কেন মামলা হয়নি তা ওসিই ভালো বলতে পারবেন।