ঢাকা   বুধবার ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে মধ্যরাতে হামলা, লুটপাট–আটক ৪

কুমিল্লায় সাবেক রেলমন্ত্রীর শ্বশুরবাড়িতে মধ্যরাতে হামলা, লুটপাট–আটক ৪

কুমিল্লার চান্দিনা উপজেলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়িতে গভীর রাতে অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর গল্লাই ইউনিয়নের মীরাখোলা গ্রামের মুন্সি বাড়িতে প্রায় ৭০ থেকে ৮০ জন দুর্বৃত্ত হামলা চালায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে যৌথ বাহিনী গিয়ে চারজনকে আটক করে।

হামলাকারীরা সাবেক রেলমন্ত্রীর স্ত্রীর ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে লুটপাট চালায়। অভিযোগ অনুযায়ী, ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিক পণ্য ও সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায় তারা। ভয়ে খাটের নিচে লুকানো শিশুদের মধ্যে দুজন অজ্ঞান হয়ে যায় বলে জানান আলাউদ্দিনের স্ত্রী পারভীন বেগম।

এ ঘটনার পেছনে স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের নেতৃত্বে এলাকার ক্ষোভ কাজ করেছে বলে অভিযোগ উঠলেও তিনি দাবি করেন, এলাকাবাসী সাবেক মন্ত্রীর পরিবারের ‘ক্ষমতার অপব্যবহারে’ ক্ষুব্ধ হয়ে এ ঘটনার সূত্রপাত করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে জড়িত নন।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মাসেও মুজিবুল হকের নিজ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সরকার পতনের পর থেকে সাবেক রেলমন্ত্রী আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।