JAC EnergyPac Power
Crystal Life Insurance
Share Business Logo
bangla fonts
facebook twitter google plus rss

ঘুমন্ত বান্ধবীর শরীরে সাপ! (ভিডিও)


২৪ নভেম্বর ২০১৬ বৃহস্পতিবার, ০৫:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ঘুমন্ত বান্ধবীর শরীরে সাপ! (ভিডিও)

ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ারদের নজর কাড়তে এমন অনেক কিছু করা হয়, যা সমস্ত সীমা লঙ্ঘন করে। কেউ বিপজ্জনক স্টান্ট করেন, আবার কেউ এসব করতে গিয়ে অন্যকেও বিপদে ফেলে দেন। এমনই একজন চমক দিতে বিপদে ফেললেন তার বান্ধবীকে। মজা করতে গিয়ে তিনি ঘুমন্ত বান্ধবীর গায়ে তিনি দুটি সাপ ছেড়ে দেন।

আমেরিকার লাসভেগাসের ঘটনা। এক ব্যক্তি তার দুই বন্ধুকে দিয়ে দুটি বিশালাকার অজগর সাপ নিয়ে আসে। তার বান্ধবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত অবস্থায় সাপ দুটি বান্ধবীর গায়ে ছেড়ে দেওয়া হয়। বান্ধবীর প্রতিক্রিয়া দেখার জন্য এই ঘটনা ঘটান তিনি। পুরো ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দীও করা হয়।

এদিকে ঘুম ভেঙে গায়ের উপর দুটি বিশাল সাপ দেখে আঁৎকে ওঠেন ওই তরুণী। চিৎকার জুড়ে দেন। কিন্তু তার বয়ফ্রেন্ড ও সঙ্গীরা নিজেদের মধ্যে মজামস্করা করে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন। ততক্ষণে আতঙ্কে ওই তরুণীর হার্টফেল হওয়ার যোগাড়।

সাপ দুটি সরিয়ে নেওয়ার পরও আতঙ্ক কাটেনি ওই তরুণীর। বয়ফ্রেন্ড তাকে সান্তনা দিতে গেলে লাথিও ছুঁড়তে দেখা যায়। কিছুতেই সহজ হতে পারছিলেন না তিনি। আতঙ্কে মারাও যেতে পারতেন বলে মন্তব্য করেছেন অনেকে।

ওই ঘটনার ভিডিও-

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ