ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

গ্রামবাংলা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:১৩, ২৫ নভেম্বর ২০২৩

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৫ নভেম্বর) সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে খুলনার খানজাহান আলী থানা এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার সাতক্ষীরার দিকে আসছিল। পথে সকাল পৌনে সাতটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলাস্থ বিজিবি হেডকোয়ার্টারের সামনে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী তেলের খালি ড্রাম ভর্তি একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে নারীসহ প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই প্রাইভেটকারের চালক। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কজনক। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এসআই মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার বিজনেস24.কম