ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

শেয়ার কারসাজিতে ধরা: তিন কোম্পানির বিরুদ্ধে বিএসইসির কঠোর পদক্ষেপ

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪, ২০ মার্চ ২০২৫

শেয়ার কারসাজিতে ধরা: তিন কোম্পানির বিরুদ্ধে বিএসইসির কঠোর পদক্ষেপ

শেয়ার কারসাজিতে ৮০ কোটি টাকা জরিমানা, বিএসইসির কঠোর পদক্ষেপ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ফাইন ফুডস ও ফরচুন শুজ লিমিটেড—এই তিনটি কোম্পানির শেয়ারের দর কারসাজির অভিযোগে ১২ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠানকে মোট ৭৯ কোটি ৯২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির তদন্তে দেখা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা কৃত্রিমভাবে শেয়ারের চাহিদা বাড়িয়ে দর বাড়ানোর কৌশল নিয়েছিলেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়ে ক্ষতির মুখে পড়েন। এই ধরনের শেয়ার কারসাজি পুঁজিবাজারের স্থিতিশীলতা ও স্বচ্ছতার জন্য হুমকিস্বরূপ।

কারা পেলেন জরিমানা?

শেয়ার কারসাজির ঘটনায় সবচেয়ে বড় অঙ্কের জরিমানা পেয়েছেন কাজী সাদিয়া হাসান, যার জরিমানার পরিমাণ ২৫ কোটি ২ লাখ টাকা। এরপর কনিকা আফরোজ পেয়েছেন ১৯ কোটি ১ লাখ টাকা এবং মো. আবুল খায়ের পেয়েছেন ১১ কোটি ১ লাখ টাকা জরিমানা।

এছাড়া, আবুল কালাম মাতবরকে ৭ কোটি ২১ লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভকে ৫ কোটি টাকা, মোহাম্মদ শামসুল আলমকে ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং সাজিয়া জেসমিনকে ৪৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও যারা জরিমানার আওতায় পড়েছেন তারা হলেন— কাজী ফরিদ হাসান ও কাজী ফুয়াদ হাসান, দুজনকেই ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সুলতানা পারভীন পেয়েছেন ১১ লাখ টাকা এবং মো. ফরিদ আহমেদমোহাম্মদ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১ লাখ টাকা করে জরিমানা।

প্রতিষ্ঠানের মধ্যে এএএ এগ্রো এন্টারপ্রাইজকে ৭৫ লাখ টাকা এবং আরবিম টেকনোকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির হুঁশিয়ারি

বিএসইসি জানিয়েছে, ভবিষ্যতে শেয়ার কারসাজির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বা দরবৃদ্ধির মাধ্যমে অন্য বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্লেষকদের মতে, বিএসইসির এই পদক্ষেপ শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

শেয়ার বিজনেস24.কম