ঢাকা   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ইপিএস প্রকাশে প্রস্তুত ৮ কোম্পানি, বোর্ড সভার তারিখ চূড়ান্ত

শেয়ারবাজার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮:০২, ৭ মে ২০২৫

আপডেট: ০৮:৪২, ৭ মে ২০২৫

ইপিএস প্রকাশে প্রস্তুত ৮ কোম্পানি, বোর্ড সভার তারিখ চূড়ান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানি তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। এসব সভায় ইপিএস (প্রতি শেয়ার আয়) প্রকাশ করবে প্রতিষ্ঠানগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষণা দেওয়া কোম্পানিগুলো হলো—সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার সময়সূচি অনুযায়ী, উত্তরা ব্যাংকের সভা অনুষ্ঠিত হবে ১২ মে দুপুর ২টা ৩০ মিনিটে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও মাইডাস ফাইন্যান্সিংয়ের সভা একই দিন বিকেল ৩টায়। মিডল্যান্ড ব্যাংক ওই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভা বসাবে।

এছাড়া, ১৩ মে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৩টায় এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের সভা বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। যমুনা ব্যাংক তাদের বোর্ড সভা করবে ১৪ মে বিকেল ৩টা ৩০ মিনিটে।

এই সভাগুলোর মাধ্যমে কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের আর্থিক পারফরম্যান্স সম্পর্কে বিনিয়োগকারীরা স্পষ্ট ধারণা পাবেন, যা বাজারে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।