ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

অস্থির শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, সমাধানে উদ্যোগ

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ৮ মে ২০২৫

অস্থির শেয়ারবাজার নিয়ে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, সমাধানে উদ্যোগ

দীর্ঘদিনের অস্থিরতায় নিমজ্জিত দেশের শেয়ারবাজারকে ঘিরে এবার উচ্চপর্যায়ে পদক্ষেপ নিতে যাচ্ছেন সরকার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা যখন দিশেহারা, তখন পরিস্থিতি সামাল দিতে এবং বাজার উন্নয়ন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে আসছে রবিবার (১১ মে) গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়, বেলা ১২টায়, রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে এ বৈঠক। শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ নিয়ে আলোচনা হবে বৈঠকে। এতে অংশগ্রহণকারীদের প্রবেশ ও অন্যান্য আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ বৈঠক বাজারে ইতিবাচক বার্তা দেবে এবং বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরাতে সহায়ক হতে পারে।