ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থা শুধু সীমান্তেই নয়, তার প্রভাব পড়েছে ঢাকার শেয়ারবাজারেও। আজ মঙ্গলবার সকালেই বাজারে দেখা যায় বড় ধরনের দরপতন। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই সূচক পড়ে যায় ৫০ পয়েন্টের বেশি। ১০ মিনিটের মধ্যে পতনের মাত্রা ছাড়িয়ে যায় ৭০ পয়েন্ট।
ডিএসইএক্স সূচক ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে যায়। ডিএসইএস সূচক কমে ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক হারায় ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
লেনদেনের শুরুর দিকেই বাজারে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড শীর্ষে রয়েছে লেনদেনে, এরপর রয়েছে এনআরবি ব্যাংক ও বিচ হ্যাচারি লিমিটেড।
আজ সকালে মাত্র ৯টি শেয়ারের দাম বেড়েছে, অথচ ৩৩৪টি শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে মাত্র ১৪টি শেয়ার। বিশ্লেষকেরা মনে করছেন, যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বাজারে।
























