ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

রিয়ালের পাঁচে ৫, বড় জয়ে শেষ ষোলোয় আর্সেনাল

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ৩০ নভেম্বর ২০২৩

আপডেট: ১০:০৭, ৩০ নভেম্বর ২০২৩

রিয়ালের পাঁচে ৫, বড় জয়ে শেষ ষোলোয় আর্সেনাল

নাপোলির বিপক্ষে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে সবকটিতেই জিতল রিয়াল মাদ্রিদ। নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের ৪-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ‘সি’ গ্রুপের ম্যাচে নাপোলির বিপক্ষে খেলতে নামে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। যেখানে জয় পেয়ে শীর্ষস্থান নিশ্চিত করল তারা।

ম্যাচে জিওভানি সিমেওনের গোলে নাপোলি এগিয়ে যাওয়ার পরপরই একক নৈপুণ্যে সমতা টানেন রদ্রিগো। একটু পর জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রেয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো আনগিসার গোলে সমতা টানে নাপোলি।

অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে লঁসকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রথমার্ধে একে একে জালে বল পাঠান কাই হাভার্টজ, গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্তিনেল্লি ও মার্টিন ওডেগোর। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন জর্জিনিয়ো।

এদিকে গালাতাসারাইয়ের মাঠে বুধবার ‘এ’ গ্রুপে ৩-৩ ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আলেহান্দ্রো গারনাচো ও ব্রুনো ফের্নান্দেসের গোলে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। হাকিম জিয়াস এক গোল শোধ করার পর স্কট ম্যাকটমিনে ফের ব্যবধান বাড়ান। এরপর জিয়াশ ও আকতুরকোগলুর গোলে ড্র করে গালাতাসারাই।

এই গ্রুপের টেবিলে শীর্ষে থেকে বায়ার্ন মিউনিখ নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আগেই। আরেকটি টিকেটের লড়াই চলছে বাকি তিন দলের মধ্যে। ইউনাইটেডকে রুখে দেওয়ার পর গালাতাসারাইয়ের সম্ভাবনা এখন বেশি; ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

এফসি কোপেনহেগেন ও ইউনাইটেডের পয়েন্ট সমান ৪ করে। তবে ইউনাইটেডের চেয়ে এক ম্যাচ কম খেলেছে এফসি কোপেনহেগেন।

শেয়ার বিজনেস24.কম