ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

বিপিএলে দল না পাওয়াদের তালিকায় যারা

খেলার জগৎ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:১৬, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১০:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিপিএলে দল না পাওয়াদের তালিকায় যারা

দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। আজ রবিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এটি অনুষ্ঠিত হয়। ড্রাফটে মোট সাত ক্যাটাগরিতে ২০৩ জন দেশি এবং পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছিল। সেখান থেকে ক্রিকেটারদের বেছে নিয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজি দল। অবশ্য রিটেইন (ধরে রাখা) ও সরাসরি চুক্তির মাধ্যমেও আগে খেলোয়াড় টেনেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে অনেক আলোচিত নামই ডাক পাননি কোনো ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে।

দল না পাওয়াদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ আশরাফুল, মুমিনুল হক, সাব্বির রহমানরা। এর মধ্যে গত আসরেও খেলেছিলেন সাব্বির। আশরাফুল সর্বশেষ ২০১৯ বিপিএলে খেলেছিলেন। গত বছর বিপিএলে সুযোগ হয়নি মুমিনুলেরও।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় পেসার খালেদ আহমেদের। দারুণ বলে ৩ উইকেট পেয়েছিলেন তিনি। তবে বিপিএলে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। বরিশালের হয়ে আসর মাতিয়ে জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন ওপেনিং ব্যাটার মুনিম শাহরিয়ার। তবে এবার অবিক্রিত থেকে গেছেন তিনি।

এছাড়া দল পাননি শফিউল ইসলাম, ফরহাদ রেজা, অলক কাপালি, আবু জায়েদ রাহি, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, মার্শাল আইয়ুব, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম, শামসুর রহমান, সোহাগ গাজীর মতো ক্রিকেটাররাও।

 প্রসঙ্গত, আগামী বছরের শুরুর দিকে শুরু হবে বিপিএলের দশম আসর। আজ (রবিবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের ড্রাফট। এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া দলগুলো হচ্ছে রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স।

শেয়ার বিজনেস24.কম