টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিপরিষদে থাকা তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগপত্র কার্যকরও হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব বণ্টন করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইয়াফেস ওসমানের দায়িত্বে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আর মোস্তফা জব্বারের দায়িত্বে থাকা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা এই দায়িত্ব পালন করবেন।
এদিকে শামসুল আলমের পদত্যাগে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ শূন্য হলেও ওই মন্ত্রণালয়ে যেহেতু পূর্ণ মন্ত্রী আছেন, তাই সেখানে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
আর প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা হলেন অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গত ১৯ নভেম্বর তারা পদত্যাগপত্র জমা দেন, যা আজ বুধবার (২৯ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শেয়ার বিজনেস24.কম
























