ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন রওশন এরশাদ

রাজনীতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৮, ২৯ নভেম্বর ২০২৩

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেন রওশন এরশাদ

দলের ও নেতাদের অবমূল্যায়নের কারণ দেখিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। তিনি বলেন, ‘এমন অবস্থায় নির্বাচনে আমার অংশগ্রহণ করা সম্ভব নয়।’

বুধবার (২৯ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন রওশনপন্থি নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

ব্রিফিংয়ে রওশন এরশাদ বলেন, ‘আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব সহযোগিতা না করার কারণে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন প্রদান করা হয়নি। এমতাবস্থায় দলের ও নেতাদের অবমূল্যায়নের কারণে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।’

শেয়ার বিজনেস24.কম