ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নির্বাচনকালীন সরকারে নতুন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

বিশেষ প্রতিবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৮, ৩০ নভেম্বর ২০২৩

নির্বাচনকালীন সরকারে নতুন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন যারা

নির্বাচনকালীন সরকারের নিয়ম অনুযায়ী, গত ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেওয়া তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগপত্র বুধবার গৃহীত হয়েছে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এর আগেও এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী থাকায়, সেখানে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।

 

শেয়ার বিজনেস24.কম