ঢাকা   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

এসিআইয়ের ১০ কোম্পানি মিলে ইস্যু করবে ৬০০ কোটি টাকার সুকুক

শেয়ারবাজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ২৭ নভেম্বর ২০২৩

এসিআইয়ের ১০ কোম্পানি মিলে ইস্যু করবে ৬০০ কোটি টাকার সুকুক

এসিআই লিমিটেডের পর্ষদ ৬০০ কোটি টাকার সুকুক ইনস্ট্রুমেন্টস ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এসিআই গ্রুপের ১০ কোম্পানি মিলে এটি ইস্যু করবে। এসিআই লিমিটেড সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, দীর্ঘমেয়াদি তহবিল উত্তোলন কর্মসূচির আওতায় এ ১০ কোম্পানি একটি স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) গঠন করবে। কোম্পানিগুলো হলো এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআই বায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড ও এসিআই সল্ট লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে সুকুক ইনস্ট্রুমেন্টস ইস্যু করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১১ টাকা ৯ পয়সায়।

শেয়ার বিজনেস24.কম