facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

এমআইটিতে পড়ার সুযোগ পেলেন নাফিস, শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা


১৭ মার্চ ২০২৩ শুক্রবার, ১০:৫৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


এমআইটিতে পড়ার সুযোগ পেলেন নাফিস, শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা

 এইচএসসি পাস করার আগেই বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজিতে (এমআইটি) পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের ছাত্র মো. নাফিস উল হক সিফাত। শুক্রবার (১৭ মার্চ) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নাফিস চাঁদপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। শিক্ষামন্ত্রী নাফিসের প্রশংসা করে বলেন, ‘নাফিস আমাদের গর্ব। আশা করি সামনের দিনগুলোতে সে আরও এগিয়ে যাবে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

কলেজটির অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, ‘নাফিস খুবই মেধাবী ছাত্র। সে আমাদের কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র। এ বছর সে এইচএসসি পরীক্ষার্থী। নাফিস এমআইটিতে স্নাতকে (সম্মান) চান্স পেয়েছে। খুব কোয়ালিফাইড হলে শিক্ষার্থী এইচএসসি পাস করলো কিনা বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনেক ক্ষেত্রে সেটি মুখ্য বিষয় নয়। তাদের কাছে মেধাই গুরুত্ব পায়। অতি মেধাবীদের তারা এভাবেই রিক্রুট করে।’

তিনি বলেন, ‘নাফিসের এ অর্জন চাঁদপুর এবং চাঁদপুর সরকারি কলেজ সর্বোপরি বাংলাদেশের জন্য গর্বের।’

নাফিস এর আগে ২০২২ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে (আইওআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।

এমআইটিতে পড়ার সুযোগ পাওয়া নাফিস বলেন, ‘কোনও কিছুই আসলে অসম্ভব নয়। চেষ্টা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। ওরা আসলে দেখতে চায় পড়ালেখায় কতটা ভালো, মানুষ হিসেবে কেমন, কোনও বিষয়ে আগ্রহ আছে কিনা তার, সে কীভাবে সমস্যার সমাধান করছে। আমি আসলে অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সে ব্রোঞ্জ পদক লাভ করায় তারা আমাকে সম্মান শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেছে। এমআইটিতে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। আমি সবার দোয়া চাই। বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই।’
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নাফিস বলেন, ‘ভালোভাবে পড়াশোনা করতে হবে। এর পাশাপাশি অন্যান্য কারিকুলামে নিজেদের যুক্ত রাখতে হবে।’

নাফিস বলেন, ‘এমআইটিতে যারা আবেদন করেন তাদের সবাইকে একটা নিজস্ব পোর্টাল দেওয়া হয়। এই পোর্টালের মধ্যে রেজাল্টসহ অন্যান্য সব আপডেট দেওয়া হয়। আমি চিঠিটি পেয়েছি ১৫ মার্চ।

এমআইটি বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় বিশ্বব্যাপী পরিচিত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: